অরোরা স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগের চিকিৎসায় সিসিইউ চালু
রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন
এই সময় কম খরচে আন্তর্জাতিকমানের হৃদরোগের চিকিৎসা সেবা দেয়ার প্রতিশ্রুতিতে নতুন বছরের শুরুতেই কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করেছে রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতাল। সোমবার (১ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতির কথা শোনান হাসপাতাল কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরোরা স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মিজানুর রহমান, মেডিসিন ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী আধ্যাপক ডা. কাজী নজরুল ইসলাম, নিউরো সার্জন ডা. মোহাম্মদ সুজন শরীফসহ আরো অনেক বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে হৃদরোগে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দেশে এই রোগের চিকিৎসা বেশ ব্যয়সাপেক্ষ। সেই দিক বিবেচনা করে অরোরা স্পেশালাইজড হাসপাতাল কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) যাত্রা শুরু। এই সময় কম খরচে আন্তর্জাতিক মানের হৃদরোগের চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।
অত্যাধুনিক যন্ত্রপাতি, দেশ সেরা কার্ডিওলজিস্টগন এবং সি সি ইউ পরিচালনায় দক্ষ জনবলের সমন্বয়ে গঠিত অরোরা স্পেশালাইজড হাসপাতাল কার্ডিয়াক কেয়ার ইউনিট দেশের হৃদরোগ চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষের।