মৃত চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করতো ভুয়া চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-01 13:57:17
মৃত চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করতো ভুয়া চিকিৎসক

মৃত চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করার দায়ে নড়াইলে ভুয়া চিকিৎসককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মৃত চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করার দায়ে নড়াইলে এক ভুয়া চিকিৎসকের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শেরেবাংলা মেডিকেল কলেজের একজন মৃত চিকিসকের নাম ও রেজিষ্ট্রেশন ব্যবহার করে নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিল মোতাহের আলী নামের একজন ভুয়া চিকিৎসক।

উপরোক্ত অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও কালিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষের নিদের্শনায় বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোতাহের আলীকে আটক করে ভ্রাম্যমান আদালত। এ সময় আদালত তাকে ১ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। একইসাথে বিসমিল্লাহ ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ইউএনও রুনু সাহা ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজ মোহাম্মদ মল্লিক।


আরও দেখুন: