নিউরো সায়েন্স হাসপাতালে চলছে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-01 10:46:21
নিউরো সায়েন্স হাসপাতালে চলছে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে (নিনস্) স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শাখার উদ্যোগে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩০ বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল (নিনস্) শাখার উদ্যোগে চলছে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব।

রোববার ৩১ ডিসেম্বর উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, স্বাচিপ নিনস্ শাখার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব’ তরুণ প্রজন্মকে বিজয়ের মাসে শেকড়ের সন্ধান পেতে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাচিপের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন৷ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নিনস্-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এবং যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মোঃ বদরুল আলম ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ নিনস্ শাখার সভাপতি অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী। স্বাগত বক্তব্য দেন স্বাচিপ নিনস্ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. শিরাজী শাফিকুল ইসলাম৷

৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিনস্ কনফারেন্স রুমে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে “বিজয়ের মাসে শেকড়ের সন্ধানে” শীর্ষক এ উৎসব |

উৎসবের প্রথম দিন বেলা ১২টায় প্রদর্শিত হয় “মুজিব: একটি জাতির রূপকার” শীর্ষক চলচ্চিত্র ৷ আজ রোববার প্রদর্শিত হয়েছে “হাসিনা- এ ডটারস টেল” ৷ এবং উৎসবের শেষ দিন আগামীকাল সোমবার প্রদর্শিত হবে “আমার বন্ধু রাশেদ” শীর্ষক চলচ্চিত্র ৷

৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিনস্ কনফারেন্স রুমে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে “বিজয়ের মাসে শেকড়ের সন্ধানে” শীর্ষক এ উৎসব |

উৎসবের প্রথম দিন শনিবার বেলা ১২টায় প্রদর্শিত হয় “মুজিব: একটি জাতির রূপকার” শীর্ষক চলচ্চিত্র ৷ রোববার প্রদর্শিত হয়েছে “হাসিনা- এ ডটারস টেল” ৷ উৎসবের শেষ দিন সোমবার প্রদর্শিত হবে “আমার বন্ধু রাশেদ” শীর্ষক চলচ্চিত্র ৷


আরও দেখুন: