বিএসএমএমইউয়ে ফ্রি ঠোঁট-তালু কাটা অস্ত্রোপচারের সুফলভোগীরা বাড়ি ফিরল
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও জরুরি বিভাগের প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা সুফলভোগী রোগীদের বিদায় জানান
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ শেখ জামাল ৬ষ্ঠ জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমের সুফলভোগী ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও জরুরি বিভাগের প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা তাদের বিদায় জানান।
এ সময় ভিসি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতি অত্যন্ত আন্তরিক। এদেশের রোগীদের প্রতিও তিনি অত্যন্ত আন্তরিক। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এ ধরনের মহতী চিকিৎসাসেবা কার্যক্রম চলমান রয়েছে। তিনি যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন এই ধরনের মহতী চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই কার্যক্রম আরো বেগবান হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, সুপার স্পেশালাইজড হাসপাতাল- ২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভিসির সার্বিক তত্ত্বাবধানে শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ষষ্ঠ ক্যাম্পে অস্ত্রোপচারের লক্ষ্যে গত ১৭ ও ১৮ ডিসেম্বর রোগী বাছাই করা হয়। এরপর ভর্তি সম্পন্ন হয় ১৯ ডিসেম্বর।