ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র সংযোজন
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগে অত্যাধুনিক সার্জিক্যাল এন্ডোস্কপি ও ইআরসিপি স্যুট উদ্বোধন
বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা আরো দ্রুত এবং সহজীকরন করতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগে সংযুক্ত হলো অত্যাধুনিক সার্জিক্যাল এন্ডোস্কপি ও ইআরসিপি স্যুট।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সার্জিকাল এন্ডস্কোপি ও ইআরসিপি স্যুটের উদ্বোধন করেন। এ সময় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম নিজামুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, অত্যাধুনিক সার্জিক্যাল এন্ডোস্কপি ও ইআরসিপি স্যুট যন্ত্রটি ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি রোগ নির্ণয় ও বিভিন্ন চিকিৎসা প্রদানেও ব্যবহার করা হবে।