আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু
আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল ও লংকাবাংলা ফাইন্যান্সের যৌথ উদ্যোগে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন
আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল ও লংকাবাংলা ফাইন্যান্সের যৌথ উদ্যোগে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরার কামারপাড়ায় হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট, কর্মকর্তা-কর্মচারী এবং লংকাবাংলা ফাইন্যান্সের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নতুন চালু হওয়ায় ডায়ালাইসিস সেন্টারটি সম্পূর্ণ আধুনিক সুবিধা সম্পন্ন। এখান থেকে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন মাইলফলক স্থাপনে পাশে দাঁড়ানোর জন্য লংকাবাংলা ফাইন্যান্সসহ সকল অংশীদারদের ধন্যবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
নতুন চালু হওয়া ডায়ালাইসিস সেন্টার থেকে যেসব সেবা পাবেন রোগীরা:
১. ক্রনিক কিডনি রোগের চিকিৎসা সেবা
২. কিডনি স্ক্রিনিং সেবা
৩. ২৪ ঘন্টা হিমো ডায়ালাইসিস, সংকটাপন্ন রোগীদের জন্য ICU ও SLED মেশিনে ডায়ালাইসিস সেবা।
৪. দক্ষ ডায়ালাইসিস টিম দ্বারা স্বল্প খরচে মানসম্মত ডায়ালাইসিস সেবা।
৫. জার্মানির সর্বাধুনিক ও উন্নতমানের ‘ফ্রেসিনিয়াস’ মেশিন দ্বারা ডায়ালাইসিস সেবা।
চিকিৎসা সংক্রান্ত যে কোন প্রয়োজনে কথা বলা যাবে ০১৮৪৭৩৫৯২১৭- এই নাম্বারে।