অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডক্টর টিভি ডেস্ক
2023-12-21 18:34:48
অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালে।

শনিবার (১৬ ডিসেম্বর) হাসপাতালে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযুদ্ধাদের জন্য সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সকল পরীক্ষা নিরীক্ষায় ৫০% ও দেশীয় ঔষধে ১০% ডিসকাউন্ট এবং সর্বসাধারণের জন্য ৩৫% ছাড়সহ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়। অন্যদিকে হাসপাতালের ডেন্টাল শাখায় ডিসেম্বর মাসের প্রতি শনিবার ফ্রী-চেকআপ করার সুযোগও প্রদান করা হবে।

এ উপলক্ষে অরোরা স্পেশালাইজড হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসপাতালের ম্যানেজার রবিউল আউয়াল পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডিজিএম (ভারপ্রাপ্ত) শাহে আলম।

এ সময় সভাপতিত্ব করেন হাসপাতালের কনসালটেন্ট নিউরো সার্জন ও নিউরো সাইন্স হসপিটালের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, হাসপাতালের কনসালটেন্ট নিউরো সার্জন ডা. সুজন শরীফ।

এছাড়াও বিভিন্ন বিভাগীয় ইনচার্জগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবসে যাঁরা প্রাণের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছেন তাঁদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি স্বাধীনতার গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দিক- নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় মহান স্বাধীনতার যুদ্ধে জীবন বিলিয়ে দেয়া বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 


আরও দেখুন: