ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সিজার শুরু
পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি মায়ের প্রসব সম্পন্ন
পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি মায়েদের প্রসবসেবা শুরু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান। সিজার পরবর্তী প্রসূতি মা ও নবজাতক ভাল আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
ডা. মো. মুনজুর রহমান জানান, প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সুদীর্ঘ ৫০ বছর পর বিজয়ের মাসে (১৩ ডিসেম্বর) ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন (৩য়) অপারেশনের শুভ সূচনা হয়েছে। সিজারিয়ান অপারেশনে অংশ নেন গাইনী অবস বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. সানজিদা আক্তার, অ্যানেসথেসিওলজিস্ট ডা. জহির রায়হান, আরএমও সহ সকল চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারি।
এদিকে, দীর্ঘ প্রতিক্ষার পর ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু হওয়ায় পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএইচএফপিও ডা. মো. মুনজুর রহমান। এছাড়াও ডেপুটি সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, ভাইস চেয়ারম্যান, জেলার অন্যান্য উপজেলার প্রিয় সহকর্মী ইউএইচএফপিও, সহকারী কমিশনার (ভূমি), ওসি, এমওএমসিএইচ, অফিসার্স ক্লাবের সকল কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতিসহ সকল সদস্য, ফরিদপুর ব্লাড নেটওয়ার্কের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে সকল চিকিৎসক, নার্স, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের সকল সহকর্মী অক্লান্ত ও নিরলস পরিশ্রম করছেন। সাফল্যের জন্য তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।