বই লিখে পদক পেলেন অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন

ডক্টর টিভি রিপোর্ট
2023-12-10 13:20:54
বই লিখে পদক পেলেন অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন

আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ইউনিট হতে ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড’ লাভ করলেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন

আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ইউনিট হতে ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড’ লাভ করলেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন। ‘ছোটদের আপেক্ষিক তত্ত্ব’ বইটির জন্য  গত ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে তাঁকে এ সম্মাননা দেয়া হয়।

অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের হাতে পদক ও সম্মাননা সনদ তুলে দেন জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব ডলি জহুর।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড. নাছের ইউ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন  নাট্যব্যক্তিত্ব ডলি জহুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক লুৎফর রহমান জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আসাদুজ্জামান।

আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়ে কাজ করে আসছে। 

প্রসঙ্গত: ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে রাজধানীর ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। 


আরও দেখুন: