আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটিতে ৫৬ চিকিৎসক
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটিতে ৫৬ চিকিৎসক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা পেশাজীবী সমন্বয় উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন সারাদেশের ৫৬ চিকিৎসক। মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপ-কমিটির সদস্য সচিব ডা, রোকেয়া সুলতানা ও আহ্বায়ক ড. মশিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
নিচে ধারাবাহিকভাবে উপ-কমিটির সদস্যদের নাম দেয়া হল:
১. অধ্যাপক ডা. কামরুল হাসান খান,
২. অধ্যাপক ডা. ইসমাইল খান
৩. ডা. ইহতেশামুল হক চৌধুরী
৪. ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী
৫. ডা. এহসানুল কবির জগলুল
৬. অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন
৭. অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন
৮. অধ্যাপক ডা. আবু নাসের রিজভী
৯. ডা. সেলিম আখতার চৌধুরী
১০. ডা. মোতাহার হোসেন চৌধুরী
১১. অধ্যাপক ডা. ইউসুফ ফকির
১২. ডা. আফতাব ইউসুফ রাজ
১৩. অধ্যাপক ডা. জহুরুল হক সাচ্চু
১৪. ডা. মো. তারিক মেহেদী পারভেজ
১৫. ডা. উত্তম কুমার বড়ুয়া
১৬. ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন
১৭. ডা. আযম খান
১৮. ডা. আব্দুল মতিন
১৯. ডা. মোরশেদুল আলম
২০. অধ্যাপক ডা. আবু তাহের
২১. অধ্যাপক ডা. এ এস এম মোস্তফা জামান
২২. অধ্যাপক ডা. হারিসুল হক
২৩. অধ্যাপক ডা. পুরবী রানী দেবনাথ
২৪. অধ্যাপক ডা. তারিক রেজা আলী
২৫. ডা. বিদ্যুৎ বড়ুয়া
২৬. ইহতেশামুল হক লাবু
২৭. ডা. অসীম কুমার সেনগুপ্ত
২৮. ডা. মুশফিকুর রহমান চৌধুরী
২৯. ডা. আরিফুর ইসলাম জোয়ার্দার
৩০. ডা. জহিরুল ইসলাম লিটন
৩১. ডা. শফিকুর রহমান
৩২. অধ্যাপক ডা. গোপেন কুণ্ডু
৩৩. অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনী
৩৪. ডা. বেলাল হোসেন সরকার
৩৫. ডা. সানজিদা আহমেদ
৩৬. ডা. রেহেনা আখতার
৩৭. ডা. সুলতানা রাজিয়া
৩৮. ডা. ফারজানা দিবা
৩৯. ডা. আহমাদুল হাসান খান সুমন
৪০. ডা. মেহজাবীন শাওলি
৪১. আনোয়ারুল হক সোহেল ফরাজি
৪২. ডা. নিরূপম চৌধুরী
৪৩. ডা. হাওলাদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
৪৪. ডা. কামরুজ্জামান কামরুল
৪৫. অধ্যাপক ডা. প্রবীর সরকার
৪৬. ডা. আশিষ কুমার চক্রবর্তী
৪৭. ডা. মো. নাজমুল ইসলাম
৪৮. ডা. সুব্রত ঘোষ
৪৯. ডা. আতিকুর রহমান
৫০. ডা. কে এম তারিকুল ইসলাম
৫১. ডা. রথিন্দ্র নাথ সরকার রবিন
৫২. ডা. নাজিয়া মেহনাজ
৫৩. ডা. মাহবুবুল হাকীম মিশু
৫৪. ডা. মাহমুদ হোসেন চৌধুরী
৫৫. ডা. শাহরিয়ার শান্ত
৫৬. ডা. ঈশিতা।