চমেক হাসপাতালে ওষুধ চুরির অভিযোগে ৩ জন আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরির অভিযোগে ৩ কর্মচারী আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরির অভিযোগে ৩ কর্মচারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাদের আটককালে বেশকিছু সরকারি ওষুধ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চমেক হাসপাতালের টিকেট কাউন্টারের অফিস সহায়ক আজিজুর রহমান (৫০), হাসপাতালের ফার্মাসিস্ট মো. দাউদ ইসহাক (৫২) ও সরকারি ইলেকট্রিক্যাল মেকানিক সাইমন হোসাইন (৪৬)।
পুলিশের দাবি, মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিচ তলায় সরকারি ফার্মেসির করিডোর থেকে চোরাই ওষুধসহ হাতেনাতে আজিজুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার টাকার সমপরিমাণ ওষুধ জব্দ করা হয়। এরপর পুলিশ আজিজুরকে নিয়ে তার বাসায় অভিযান পরিচালনা করে। ওই বাসাতে ৮ হাজার টাকার সরকারি ওষুধ পাওয়া যায়। আজিজুরের তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সরকারি ওষুধ চুরির অভিযোগে আটক হাসপাতালের তিন কর্মচারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।