কুমিল্লা বিএমএ ও স্বাচিপের উদ্যোগে শহীদ ডা. মিলনের শাহাদাত বার্ষিকী পালিত
শহীদ ডা. শামসুল আলম খান মিলনের তেত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিএমএ এবং কুমিল্লা স্বাচিপের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের তেত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিএমএ এবং কুমিল্লা স্বাচিপের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) কুমিল্লা ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় স্বাচিপের সহসভাপতি অধ্যাপক ডা. মহসিন উজ জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিএমএর সাবেক সভাপতি ডা. মো. ইকবাল আনোয়ার, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন।
ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম সরকার।
সভাপতিত্ব করেন কুমিল্লা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকী আনিস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম (মোর্শেদ)।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এ মান্নান, ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা বিএমএর সহসভাপতি অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ।