প্যাথলজি টেস্টের আধুনিক যন্ত্র পেল বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স

ডক্টর টিভি রিপোর্ট
2023-12-03 20:32:44
প্যাথলজি টেস্টের আধুনিক যন্ত্র পেল বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরিতে নতুন যুক্ত হলো Erba H360 Hematology Analyzer মেশিন

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরিতে নতুন যুক্ত হলো Erba H360 Hematology Analyzer মেশিন। ফলে এখন থেকে আরো উন্নত ও আধুনিক প্যাথলজি টেস্টের সুবিধা পাবেন স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা। রোববার (৩ ডিসেম্বর) ডক্টর টিভিকে এসব জানান বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। 

তিনি জানান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরিতে আরো রয়েছে আধুনিক Semi-automated Biochemistry Analyzer সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি।
এছাড়াও অত্যাধুনিক ডিজিটাল এক্সরে (500 mA X-ray Machine) সুবিধা, অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাম মেশিনের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম টেস্টের সুবিধা, ২৪ ঘন্টা ইসিজি সেবা নিশ্চিত করা হয়েছে। এক্সরে, কফ পরীক্ষা ছাড়া ও যক্ষ্মা রোগ শনাক্তের জন্য রয়েছে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনও রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে।


আরও দেখুন: