চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণাকে প্রাধান্য দিতে হবে: অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ

ডক্টর টিভি রিপোর্ট
2023-12-02 20:19:49
চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণাকে প্রাধান্য দিতে হবে: অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ

বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের (বিএসএম) উদ্যোগে প্রথমবারের মতো গবেষণা দিবস (1st BSM Research Day 2023) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা

দেশের চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণাকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। শনিবার (২রা ডিসেম্বর) বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের (বিএসএম) উদ্যোগে প্রথমবারের মতো গবেষণা দিবস (1st BSM Research Day 2023) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ এ আহ্বান জানান। 


রাজধানীর শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএম এর সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞা। 


আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিএসএম এর মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর, স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ অনেকে। 


অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, আমাদের দেশের মাত্র ৪ থেকে ৫ ভাগ ডাক্তার গবেষণায় যুক্ত থাকেন। এই সংখ্যা আরো বেশি হওয়া উচিৎ। প্রধানমন্ত্রী সবসময় গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।


তাঁরমতে, গবেষণায় চিকিৎসকদের সংখ্যা কম হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ আমাদের দেশে অনেক সংখ্যক রোগী। ফলে রোগী দেখবো কখন, ক্লাস নিবো কখন আর রিসার্চ করবো কখন। সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণা কর্মকে প্রাধান্য দেয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। 

406867806_674231884825164_8469428214652380402_n

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এটাই প্রথম কোনো চিকিৎসক সংগঠনের উদ্যোগে রিসার্চ ডে পালন করা হচ্ছে। বিএসএমএমইউর ভিসি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে হওয়ার পর থেকে গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। যেখানে আগের ২৪ বছরে বিএসএমএমইউ থেকে মাত্র ২ জন পিএইচডি হোল্ডার হয়েছেন। সেখানে গত ২ বছরে ৫৬ জন পিএইচডি হওয়ার পথে রয়েছেন। চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণা সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমাদের দেশের চিকিৎসকদের গবেষণায় আরো বেশি মনোযোগী হওয়া উচিৎ বলে মনে করেন তিনি। 


স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, বায়োমেডিক্যাল রিসার্চ এর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মেডিকেলে সেক্টরে রিসার্চকে আরো অগ্রাধিকার দিতে। মেডিকেল সেক্টরের প্রতিটি  ধাপে রিসার্চ এর গুরুত্ব অপরিসিম। রোগী দেখা হোক, ক্লাস নেওয়া হোক বা পড়াশোনা- প্রতি ধাপেই রিসার্চ অপরিহার্য বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 


বিএসএম এর সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞা বলেন, তরুণ চিকিৎসকদের মধ্যে যারা গবেষণা করছেন তাদেরকে স্যালুট ও শুভকামনা। আমাদের ডাক্তাররা ডেঙ্গু ও করোনা মোকাবেলায় সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে কাজ করেছেন। সোসাইটি অব মেডিসিনের সদস্যরা গবেষণায় এগিয়ে যাচ্ছে। তারা আগামী দিনে চিকিৎসাখাতে নেতৃত্ব দেবেন। তরুণ চিকিৎসকরা গবেষণায় মনোনিবেশ করলে দেশের চিকিৎসাখাত এগিয়ে যাবে বলে জানান তিনি। 


আরও দেখুন: