স্তন ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-29 12:01:54
স্তন ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব

বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল এন্ড ওয়েলফেয়ার হোম এর ডা. শাহাদাত হোসেন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা

সূচনায় সনাক্ত করা গেলে স্তন ক্যান্সারের সব ধরণের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, স্তন ক্যান্সার সারা বিশ্বের মতো আমাদের দেশেও অত্যধিক হারে বেড়ে যাচ্ছে। বাংলাদেশে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রায় ২২ হাজার নারী আক্রান্ত হচ্ছে এবং প্রায় ৭ হাজার জন মারা যাচ্ছে। 

স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা গড়ে তুলতে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়ালের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনব্যাপী স্তন ক্যান্সার স্ক্রিনিং, আলট্রাসনোগ্রাম এবং সচেতনতা বিষয়ক আলোচনা সভায় বিশেষজ্ঞ বক্তারা উপরোক্ত কথা বলেন। 

আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল এন্ড ওয়েলফেয়ার হোম এর ডা. শাহাদাত হোসেন মিলনায়তনে। সেখানে ১০ জন ক্যান্সার যোদ্ধা উপস্থিত ছিলেন। এর  মধ্যে দুজন তাঁদের যুদ্ধের কথা তুলে ধরেন। সভা পরিচালনা করেন বাংলাদেশে ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. গোলাম মহিউদ্দীন ফারুক। আলোচনায় অংশ নেন সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. কাজী মুশতাক হোসেন। অনুষ্ঠানে ক্যান্সার যোদ্ধাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়।

Breast Cancer-2

আলোচনা সভায় বক্তারা স্তন ক্যান্সার প্রতিরোধে প্রত্যেক নারীকে নিয়মিত ব্রেস্ট স্ক্রিনিং এর উপর গুরুত্ব দিতে এবং স্বাস্থ্যসম্মত খাদ্যগ্রহণ ও শরীরচর্চার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানটির সার্বিক সহোযগিতায় নিয়োজিত ছিল এভারেষ্ট ফার্মাসিউটিক্যালস লিঃ। ক্যান্সার চিকিৎসায় কার্যকারী এবং সহজলভ্য টার্গেটেড থেরাপি উৎপাদনের মাধ্যমে বিশ্বব্যাপী ক্যান্সার রোগীদের সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন এভারেষ্ট ফার্মার পরিচালকবৃন্দ। 

সবশেষে লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়ালের প্রেসিডেন্ট লায়ন অঞ্জন মল্লিক এফসিএ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আরও দেখুন: