চলন্ত ট্রেনে প্রসূতির ডেলিভারি, প্রশংসায় ভাসছেন ডা. জহির

ইলিয়াস হোসেন
2023-11-28 23:15:50
চলন্ত ট্রেনে প্রসূতির ডেলিভারি, প্রশংসায় ভাসছেন ডা. জহির

চলন্ত ট্রেনে প্রসূতির নরমাল ডেলিভারি সম্পন্ন করায় সবার প্রশংসায় ভাসছেন ডা. জহির উদ্দীন মো. বাবর

চলন্ত ট্রেনে প্রসূতির নরমাল ডেলিভারি সম্পন্ন করায় সবার প্রশংসায় ভাসছেন ডা. জহির উদ্দীন মো. বাবর। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সহকারী সার্জন। মঙ্গলবার রাতে ডক্টর টিভিকে ওই ঘটনার বিস্তারিত জানান তিনি। 

ডা. জহির উদ্দীন মো. বাবর বলেন, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনযোগে লালমনিরহাট ফিরছিলেন।  

পথে টাঙ্গাইল স্টেশন পার হওয়ার পর রাত ৩টার দিকে একই বগিতে থাকা একজন মহিলার হঠাৎ করেই তীব্র পেট ব‍্যথা শুরু হয়। এক পর্যায়ে জানতে পারেন অসুস্থ নারী গর্ভবতী। এটি তার প্রসব বেদনা। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ট্রেনের পরিচালক ও টিটিদের কাছে নিজের চিকিৎসক পরিচয় তুলে ধরে প্রসূতির সেবা শুরু করেন। বগিতে থাকা কয়েকজন মহিলার আন্তরিক সহযোগিতায় ট্রেনের মধ্যেই ডেলিভারির উদ্যোগ নেন। বিষয়টা ঝুঁকির হলেও অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সফলভাবে নরমাল ডেলিভারি সম্পন্ন করতে সক্ষম হন তিনি। কোন ধরনের সমস্যা ছাড়াই ফুটফুটে ছেলে বাচ্চা জন্ম নেয়। ততক্ষণে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে পৌঁছে যায় ট্রেনটি। 

প্রসবদানকারী মহিলার শশুরবাড়ী গাইবান্ধা এবং বাবার বাড়ি লালমনিরহাট শাহাজাহান কলোনি। 

চলন্ত ট্রেনে স্বতঃস্ফুর্তভাবে প্রসূতির সেবাদান করায় ট্রেনের পরিচালক, টিটি ও সাধারণ যাত্রীসহ উপস্থিত সবাই ডা. জহির উদ্দিন বাবরের ভূয়সী প্রশংসা করেন। 

ডা. জহির উদ্দীন মো. বাবর বলেন, এ রকম ঘটনার সাক্ষী হওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমার হাত দিয়ে এই প্রসূতি মায়ের প্রসব সম্পন্ন করিয়েছেন বলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরনের ছোট ছোট ভালো কাজ নিজের পেশার প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয়।


আরও দেখুন: