সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৯ জন কার্ডিওলজিস্ট

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-26 23:48:51
সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন  ৯ জন কার্ডিওলজিস্ট

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৯ জন কার্ডিওলজিস্ট

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসে কর্মরত কার্ডিওলজি বিভাগের ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদেরকে যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদয়ন করা হলো।

পদায়নকৃত কর্মকর্তারা ৪ ডিসেম্বরের মধ্যে বদলি/পদয়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৫ ডিসেম্বর পূর্বাহ্নে স্ব স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গন্য হবেন। 

বদলি/পদয়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পদায়নকৃত কর্মকর্তাদের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ অধিশাখার ইমেইল per1@hsd.gov.bd তে অবহিত করবেন। 

লিয়েন/প্রেষণ/শিক্ষাছুটি ভোগরত কর্মকর্তারা লিয়েন/প্রেষণ/শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে। 

পদায়নকৃত চিকিৎসকগণ আবশ্যিকভাবে HRIS এর মাধ্যমে বর্তমান কর্মস্থল থেকে Move Out এবং পদায়িত কর্মস্থলে Move in হবেন।

জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন 


আরও দেখুন: