অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৭ বিশেষজ্ঞ চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-26 23:18:03
অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৭ বিশেষজ্ঞ চিকিৎসক

অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৭ বিশেষজ্ঞ চিকিৎসক

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ৭ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ দিয়ে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ৫ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ দিয়ে (৫৬,৫০০-৭৪,৪০০/-) তাদের নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে ইনসি টু হবেন। 

পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তাকে আগামী ২ ডিসেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইল per1@hsd.gov.bd তে পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

সকল নতুন পদন্নোতিপ্রাপ্ত অধ্যাপকদের অভিনন্দন জানিয়েছে সোসাইটি অফ সার্জন্স অফ বাংলাদেশ (এসওএসবি)। 

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন 


আরও দেখুন: