ক্যান্সার রোগীদের সুবিধা দিতে দুটি হাসপাতালের মধ্যে সমঝোতা
ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত
ক্যান্সার রোগীদের সুবিধা দিতে ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সমঝোতার অধীনে ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটের হেড-নেক ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য ভর্তুকি মূল্যে রেডিওথেরাপি ও অনকোলজি সেবা প্রদান করবে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। এছাড়াও ভর্তুকি মূল্যে PET-CT scan এর সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
সমঝোতায় ইএনটি এবং হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটের মহাসচিব অধ্যাপক ডা. জাহানারা আলাউদ্দিন এবং এভারকেয়ার হাসপাতালের চিফ মার্কেটিং অফিসার বিনয় কৌল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের ইএনটি ও হেড নেক ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি ডা. এ কে এ মুবিন। মাথা ও ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত রোগীরা আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী, প্রতিযোগিতামূলক মূল্যে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা পাবেন বলে আশ্বস্ত করে বক্তারা।