বিশ্ব অপরিণত নবজাতক দিবস আজ

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-17 11:34:02
বিশ্ব অপরিণত নবজাতক দিবস আজ

অপরিণত নবজাতক শিশুর চিকিৎসার জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) একটি কার্যকরী বিজ্ঞান সম্মত পদ্ধতি

আজ ১৭ নভেম্বর (শুক্রবার) বিশ্ব অপরিণত নবজাতক দিবস। বিশ্বের যে কয়েকটি দেশে অপরিণত নবজাতকজনিত জটিলতায় সবচেয়ে বেশি শিশু মারা যায়, বাংলাদেশ তার একটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ৫ জনের মধ্যে ১টি নবজাতক শিশুর অপরিণত জন্মজনিত জটিলতায় মারা যায়। নবজাতকের মৃত্যুঝুঁকি এড়াতে অপরিণত ও কম ওজনের শিশুকে ক্যাঙ্গারু মাদার কেয়ার নিশ্চিত করতে বলা হয়েছে।

কারণ অপরিণত নবজাতক শিশুর চিকিৎসার জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) একটি কার্যকরী বিজ্ঞান সম্মত পদ্ধতি। সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও অপরিণত নবজাতক শিশুর জন্য কার্যকরী কেএমসি কর্ণার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অপরিণত নবজাতকের জীবন বাঁচানো সম্ভব। 

অপরিণত নবজাতকদের ব্যাপারে সচেতনতর পাশাপাশি গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি অর্থাৎ হাসপাতালে নরমাল ডেলিভারি করার জন্য উৎসাহিত করার মরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। 


আরও দেখুন: