অধ্যাপক হলেন গাইনীর ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক
অধ্যাপক হলেন গাইনীর ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক
দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত গাইনী এন্ড অবস্ এর ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ বদলি/পদায়নের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ১০ অক্টোবর ৪৫.০০.০০০০.১৪৭.১২.০০২.২৩.৫৯৯ নং স্মারকে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ হতে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।