বিএসএমএমইউয়ে নিউমোনিয়া নিয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-12 19:39:40
বিএসএমএমইউয়ে নিউমোনিয়া নিয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউমোনিয়া বিষয়ক ‘নিউমোনিয়া- ইভরি ব্রেথ কাউন্ট’ বিষয়ক মাসিক সেন্ট্রাল সেমিনারে বক্তব্য রাখছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউমোনিয়া বিষয়ক ‘নিউমোনিয়া- ইভরি ব্রেথ কাউন্ট’ বিষয়ক মাসিক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে সেমিনারের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব কমিটি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সেমিনারে নিউমোনিয়া বিষয়ক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাথি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রতি ইসলাম ও শিশু বিভাগের পালমোলজি ডিভিশনের সহকারী অধ্যাপক ডা. সীমা ভদ্র। 

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. ফাতিমা জহুরা।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন স্তরের শিক্ষক, কনসালটেন্ট, চিকিৎসক ও রেসিডেন্ট চিকিৎসক উপস্থিত ছিলেন।


আরও দেখুন: