স্বাস্থ্য অধিদপ্তরের মানদণ্ডে দেশসেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-11 19:17:07
স্বাস্থ্য অধিদপ্তরের মানদণ্ডে দেশসেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংসে (মে, ২০২৩) সারাদেশের মধ্যে প্রথম হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্কোর প্রকাশিত হয়েছে আজ শনিবার (১১ নভেম্বর)।

প্রকাশিত স্কোরিং অনুযায়ী, সারা দেশে দ্বিতীয় হয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তৃতীয় হয়েছে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

স্কোরিংসহ শীর্ষ ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম ধারাবাহিকভাবে দেয়া হল:

১.  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৯ দশমিক ৯৮। 

২. জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৯ দশমিক ৫১।

৩. যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৮ দশমিক ৮০।

৪. নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৮ দশমিক ৪০।

৫. ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৭ দশমিক ৮৩।

৬. নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৭ দশমিক ৪৩।

৭. সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৬ দশমিক ৩৩।

৮. নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৬ দশমিক ১৪।

৯. গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৫ দশমিক ৯৯।

১০. কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কোর ৭৫ দশমিক ৩২।

সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোর দেখতে ক্লিক করুন

প্রসঙ্গত: হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং স্কোর তৈরিতে ১০টি সূচকে মোট ১০০ পয়েন্ট নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মানসহ সূচকগুলো হলো-

১. সেবা প্রদান, সূচক এর মান=৭.২
২. জনবল, সূচকের মান=৭.৬
৩. স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান, সূচকের মান=১৮.৬
৪. প্রয়োজনীয় ঔষধ/যন্ত্রপাতি/ সেবা/অবকাঠামোগত সুবিধা, সূচকের মান=২.১৭
৫. নেতৃত্ব/সুশাসন/ব্যবস্থাপনা, সূচকের মান=৩.৪৩
৬. সেবা প্রাপ্তির সুযোগ, সূচকের মান=২০.৫
৭. গুণগত সেবা প্রদান, সূচকের মান=১২
৮. সেবার পরিধি, সূচকের মান=১২
৯. নিরাপদ সেবা প্রদান, সূচকের মান=২.৫
১০. স্থানীয় পর্যবেক্ষণ, সূচকের মান=১৪

 


আরও দেখুন: