হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১২টি নরমাল ডেলিভারি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১২টি নরমাল ডেলিভারি সম্পন্ন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১২টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সারাদিনে সিজার ছাড়াই জন্ম হয়েছে বারোটি নতুন প্রাণের। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার তত্ত্বাবধানে নবজাতকের ডেলিভারি হয়ে যাবার পরেই মা ও বাচ্চাকে যত্ন নেয়া বিষয়ে সকল কিছু শিখিয়ে দেন দায়িত্বশীল চিকিৎসক ও নার্স। নবজাতকের নিয়মিত টীকা দান বিষয়েও সচেতন করেন তারা।
উল্লেখ্য, গাইনী কনসালটেন্ট, ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের একান্ত প্রচেষ্টায় প্রতিদিন ২৪ ঘন্টা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারী হচ্ছে। উপকৃত হচ্ছেন হাটহাজারীর মানুষজন। নিরলস প্রচেষ্টার ফলে গত মাসেও ১২০ জন ডেলিভারি হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সিজারিয়ান সেকশানও নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে।