বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-08 13:02:28
বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ লাখ টাকা। এর আগে তিনি ২০১৬ সালে একুশে পদক পেয়েছিলেন। আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলা একাডেমির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাবেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে নির্মলেন্দু গুণ ও রামেন্দু মজুমদারসহ ৭ জন এবারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত: অধ্যাপক ডা. আবদুল্লাহর লিখিত বই বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৪০টিরও বেশি দেশের মেডিকেল শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হিসেবে পড়ে থাকেন।


আরও দেখুন: