মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ২৪৪টি নরমাল ডেলিভারি

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-08 10:20:31
মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ২৪৪টি নরমাল ডেলিভারি

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার

নরমাল ডেলিভারি ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গর্ভবতী মায়েদের আস্থার স্থান। গত ১ থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত একমাসে ২৪৪ টি নরমাল ডেলিভারি এবং ৫০টি প্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। 

কক্সবাজারের সিভিল সার্জন ডা. বিপাশ খীসার নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হকের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসক-নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় ডেলিভারি সেবায় আলো ছড়াচ্ছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

এ অর্জনের জন্য উপজেলা এবং মাঠপর্যায় পর্যন্ত টিম ওয়ার্ক, কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা এবং মাসিক সমন্বয় সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত তাগিদ প্রদান করে যাচ্ছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ। 


আরও দেখুন: