শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকার ওষুধ উপহার দিল বাংলাদেশ

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-03 13:27:23
শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকার ওষুধ উপহার দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকা সমমূল্যের ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকা সমমূল্যের ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কা ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি দেলপিতিয়ার কাছে ওষুধ হস্তান্তর করেন।

এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বন্ধু দেশ শ্রীলঙ্কার জনগণের কাছে বাংলাদেশ সরকার থেকে ১০ কোটি টাকার চিকিৎসা সহায়তা হস্তান্তরের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটা আমাদের দুই দেশের মধ্যে সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, একটি শান্তি প্রিয় জাতি হিসেবে মানবিক মুখের দেশ হিসেবে এবং সর্বোপরি প্রতিবেশী হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা এটিকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শ্রীলঙ্কাকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছি।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।


আরও দেখুন: