সায়মা ওয়াজেদকে স্বাস্থ্য অধিদপ্তরের অভিনন্দন

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-01 17:58:30
সায়মা ওয়াজেদকে স্বাস্থ্য অধিদপ্তরের অভিনন্দন

বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর হিসেবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মনোয়নপ্রাপ্ত প্রার্থী ও বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা মিস সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর হিসেবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মনোয়নপ্রাপ্ত প্রার্থী ও বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা মিস সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১ নভেম্বর) বিকেলে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়েছে, বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ৭৬তম আঞ্চলিক সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে রিজিওনাল ডিরেক্টর হিসেবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মনোয়নপ্রাপ্ত প্রার্থী বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা মিস সায়মা ওয়াজেদ।

ভারতের দিল্লিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের এ সম্মেলনে সায়মা ওয়াজেদ তার লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন।

উল্লেখ্য জনস্বাস্থ্য, নারী উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, পরিবেশ এবং অটিজম নিয়ে তাঁর কাজসমূহ সারাবিশ্বে সমাদৃত।

বাংলাদেশের পক্ষে এই অসামান্য অর্জনে সায়মা ওয়াজেদকে স্বাস্থ্য অধিদপ্তর এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।


আরও দেখুন: