স্বাস্থ্যসেবা সূচকে দেশসেরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-01 12:46:55
স্বাস্থ্যসেবা সূচকে দেশসেরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

হাসপাতালে রোগীদের ভিড়

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকে অনুযায়ী দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রকাশিত তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। তালিকার দ্বিতীয়তে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। তৃতীয়স্থানে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। 

স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংস (এপ্রিল ২০২৩) অনুযায়ী দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর স্কোরসহ ধারাবাহিক তালিকা নিচে তুলে ধরা হল :

১. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৮০ দশমিক ৮৫।

২. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৮০ দশমিক ৪২।

৩. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৯ দশমিক ৫১।

৪. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া। স্কোর ৭৮ দশমিক ২৮। 

৫. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৬ দশমিক ৮৪ ।

৬. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৬ দশমিক ০৯।

৭. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৫ দশমিক ৩৮। 

৮.  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭২ দশমিক ১৮।

৯. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৬৭ দশমিক ৪৩। 

১০. শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। স্কোর ৬৬ দশমিক ১০। 

১১. শহীদ সোরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্কোর ৬৫ দশমিক ৮৭। 

১২. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর। স্কোর ৬৫ দশমিক ২৭।

১৩. শহীদ সৈয়দ নজরুল ইসলঅম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ। স্কোর ৬২ দশমিক ২৯। 

১৪. সৈয়দ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। স্কোর ৬১ দশমিক ৫১। 

১৫. রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৬০ দশমিক ৬৭। 

১৬. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর। স্কোর ৫৭ দশমিক ৭৭। 

১৭. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্কোর  ৫৩ দশমিক ৪১।

১৮. কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ। স্কোর ৪০ দশমিক ৬৪। 

১৯. শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। স্কোর ২৯ দশমিক ১০। 

২০. শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল। স্কোর ২৫ দশমিক ৩১।

২১. সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ২২ দশমিক ১২। 

২২. শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। স্কোর ৮ দশমিক ৫৫। 


আরও দেখুন: