মিরপুরে আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক সেবা কেন্দ্র চালু

ডক্টর টিভি রিপোর্ট
2023-10-30 21:10:01
মিরপুরে আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক সেবা কেন্দ্র চালু

রাজধানীর মিরপুরে চালু হলো বাংলাদেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরির নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র

রাজধানীর মিরপুরে চালু হলো বাংলাদেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরির নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র। প্রতিদিন সকাল ৮টা- রাত ৮ টা সেন্টারটি খোলা থাকবে। কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখান থেকে সেবা নেওয়া যাবে।

সোমবার (৩০ অক্টোবর) নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন আইসিডিডিআর,বি-র সংক্রামক রোগ বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ও স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী। এ সময় আইসিডিডিআর,বি-র সিনিয়র লিডারশীপ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।  

ডায়াগনস্টিক সেন্টারটি মিরপুর ১১ মেট্রো রেল স্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, মেইন রোড, মিরপুর ১১, ঢাকা ১২০৬-এ অবস্থিত।

আরও জানতে কল করা যাবে ০১৭০১২২৫৬৯৯ নাম্বারে। 


আরও দেখুন: