ডা. কাজেম হত্যার প্রতিবাদে চর্মরোগ বিশেষজ্ঞদের চেম্বার বন্ধ

ডক্টর টিভি রিপোর্ট
2023-10-30 14:00:35
ডা. কাজেম হত্যার প্রতিবাদে চর্মরোগ বিশেষজ্ঞদের চেম্বার বন্ধ

ডা. কাজেম হত্যার প্রতিবাদে সোমবার (৩০ অক্টোবর) চর্মরোগ বিশেষজ্ঞদের চেম্বার বন্ধের ঘোষণা

রাজশাহী অঞ্চলের জনপ্রিয় চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক সার্জন ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদ ও খুনীদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে আজ সোমবার (৩০ অক্টোবর) সারাদেশে প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল ও মহাসচিব অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী স্বাক্ষরিত শোক সংবাদ ও প্রতিবাদ লিপিতে এই ঘোষণা দেয়া হয়েছে। 

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সকল সদস্যকে এই সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। 

আরও পড়ুন:

সন্ত্রাসী হামলায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম খুন

উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে জনপ্রিয় চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক সার্জন ডা. গোলাম কাজেম আলী আহমেদকে গভীর রাতে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির আজীবন সদস্য (৩৪০) ছিলেন তিনি। 


আরও দেখুন: