রাগীব রাবেয়া মেডিকেলে বিশ্ব স্ট্রোক দিবস পালিত
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেলে বিশ্ব স্ট্রোক দিবস এবং নিউরোলজি বিভাগের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেলে বিশ্ব স্ট্রোক দিবস এবং নিউরোলজি বিভাগের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৯ অক্টোবর) নিউরোলজি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. তারেক আজাদ এবং নিউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আওলাদ হোসেন।
সভায় বক্তারা স্ট্রোকের চিকিৎসার চেয়ে প্রতিরোধের প্রতি বেশী গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদ জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে হাসপাতাল ও পার্শবর্তী এলাকার জনগনের কাছে ‘স্ট্রোক সচেতনতা’ বিষয়ক লিফলেট বিতরণের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।