সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চিকিৎসকের খোঁজ নিলেন স্বাস্থ্যের ডিজি
গাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ চট্টগ্রামের বাঁশখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. মঈন উদ্দীন মাহমুদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
গাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ চট্টগ্রামের বাঁশখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. মঈন উদ্দীন মাহমুদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
রোববার (২৯ অক্টোবর) শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শনে গিয়ে ডা. মঈনের বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে আলোচনা করেন স্বাস্থ্যের ডিজি। এছাড়াও সেখানে ভর্তিরত অগ্নিকাণ্ডে দগ্ধ অন্যান্য রোগীদেরও খোঁজখবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিচালক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতা ও সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর গাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ ও আহত হন বাঁশখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. মঈন উদ্দীন মাহমুদ।