স্বাস্থ্যের ৯ কর্মকর্তার পদোন্নতি লাভ

ডক্টর টিভি রিপোর্ট
2023-10-20 11:10:31
স্বাস্থ্যের ৯ কর্মকর্তার পদোন্নতি লাভ

স্বাস্থ্যের ৯ কর্মকর্তার পদোন্নতি লাভ

তৃতীয় গ্রেডে পরিচালক/সমমানের পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্যের ৯ কর্মকর্তা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার সহকারী সচিব এম. কে হাসান জাহিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির এ আদেশ দেয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এম.সি.) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নোক্ত ৯ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৩য় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো। 

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

পদোন্নতি পাওয়া কর্মকর্তা হলেন:

১. ডা. আফরিন মাহমুদ (৪১৯৮৭), পরিচালক (পরিকল্পনা ও গবেষণা), (চলতি দায়িত্ব), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

২. ডা. মাহমুদা বেগম (৪২০০২), উপপরিচালক (পিএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

৩. ডা. এটিএম নুরুজ্জামান (৪২০১০), পরিচালক (চ.দা.) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর।

৪. ডা. রিজওয়ানুর রহমান (৪২০৪২), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর ও লাইন ডাইরেক্টর, উপজেলা হেলথ কেয়ার। 

৫. ডা, জেসমিন আরা খানম (৪২০৮৩), উপপরিচালক, ইপিআই এন্ড সার্ভিল্যান্স, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

৬. ডা. তরুন মন্ডল (৪২০৮৮), উপপরিচালক, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, সংযুক্তি, আইএইচটি, গোপালগঞ্জ। 

৭. ডা. মো. হারুন-অর-রশীদ (৪২২০৫), বিভাগীয় পরিচালক স্বাস্থ্য (চ.দা.), সিলেট বিভাগ, সিলেট। 

৮. ডা. মো. হেলাল উদ্দিন (৪২২০৮), পরিচালক (চ.দা.) সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ। 

৯. ডা. শামীম আরা নাজনীন (৪২২৩০), উপপরিচালক, জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। 


আরও দেখুন: