বিএসএমএমইউয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস পালিত
বিশ্ব মেরুদণ্ড দিবস তথা ওয়ার্ল্ড স্পাইন ডে উপলক্ষে নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে বিএসএমএমইউয়ে র্যালি অনুষ্ঠিত
নানা আয়োজনে বিশ্ব মেরুদণ্ড দিবস তথা ওয়ার্ল্ড স্পাইন ডে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
দিবসটি পালনের অংশ হিসেবে সোমবার (১৬ অক্টোবর) নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে বিএসএমএমইউয়ে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বি-ব্লকের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
পরে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে স্পাইন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজাল হোসাইন। সভাপতিত্ব করেন নিউরো স্পাইন সোসাইটি অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর সার্জারী অনুষদের ডিন ও বাংলাদেশ সোসাইটি অফ নিউরো সার্জন্স এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
এছাড়াও বিএসএমএমইউর নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান আধ্যাপক আখলাক হোসেন খান, অধ্যাপক হারাধন দেবনাথ, ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, একই বিভাগের অধ্যাপক ডা. ফজলে ইলাহি মিলাদসহ অনেকে উপস্থিত ছিলেন।