বিএসএমএমইউয়ে এশিয়া-প্যাসেফিক আই কেয়ার উইক উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসে রোববার (১৫ অক্টোবর) ১৩তম এশিয়া-প্যাসেফিক আই কেয়ার উইক (অক্টোবর ৯ থেকে ১৫ অক্টোবর) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসে রোববার (১৫ অক্টোবর) ১৩তম এশিয়া-প্যাসেফিক আই কেয়ার উইক (অক্টোবর ৯ থেকে ১৫ অক্টোবর) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
র্যালিতে চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. শাহ নূর হাসান, সহকারী অধ্যাপক ডা. মো. আফজাল মাহফুজউল্লাহ, সহকারী অধ্যাপক ডা. নিরুপম চৌধুরীসহ চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অমথালমোলজি বিভাগের শিক্ষক, ও রেসিডেন্ট চিকিৎসকরা অংশ নেন।