জুনিয়র কনসালটেন্ট হিসেবে ৯৩২ চিকিৎসকের পদোন্নতি
জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে ৯৩২ জন চিকিৎসককে
জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে ৯৩২ জন চিকিৎসককে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সেবা বিভাগের পার- শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির ০৪-১০-২০২৩ তারিখের সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার/সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭০১০/- বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকেরা তাদের যোগদানপত্র per3@hsd.gov.bd এর ই-মেইলে প্রেরণ করবেন।
লিয়েন/প্রেষণ/শিক্ষাছুটি ভোগরত কর্মকর্তারা লিয়েন/প্রেষণ/শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদোন্নতি/পদায়ন কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।