কলকাতার ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড প্রদান
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আর এ মণ্ডল নামে এক ভুয়া ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে
কলকাতা থেকে আগত এমবিবিএস ডাক্তার পরিচয়ে চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজারের ইবনে সিনা ফার্মেসিতে বসে চিকিৎসা দিতেন আর এ মণ্ডল নামে এক ভুয়া ডাক্তার।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ভুয়া ডাক্তার হিসেবে শনাক্ত করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরেফিন আজিম ও এসিল্যান্ড এ টি এম কামরুল ইসলাম। এ সময় জুনিয়র কনস্যাল্ট্যান্ট ডা. রানা দে, এমওডিসি ডা. মো. ওসমান হোসাইন জাবীর এবং পুলিশ সদস্যরা তাদের সঙ্গে ছিলেন।
আর এ মন্ডল দীর্ঘদিন ধরে কলকাতা থেকে আগত এমবিবিএস ডাক্তার পরিচয়ে রোগীদের কাছ থেকে ৫০০ টাকা ভিজিট নিয়ে প্রতারনা করে আসছিলেন।
ইতোপূর্বে ফেনীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ফেনীর সিভিল সার্জন।