স্যার সলিমুল্লাহ মেডিকেলে মানসিক স্বাস্থ্য দিবস পালিত
রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে মানসিক স্বাস্থ্য দিবসের র্যালি অনুষ্ঠিত
রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবসটি পালনের অংশ হিসেবে ঐতিহ্যবাহী মেডিকেল কলেজে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে থেকে মানসিক রোগ বিভাগের উদ্যোগে র্যালি শুরু হয়। র্যালিটি মেডিকেল ক্যাম্পাস ও হাসপাতাল প্রদক্ষিণ করে কলেজ মিলনায়নে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানসিক স্বাস্থ্য দিবসের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মনোরোগ চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. হেদায়াতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ডা. নুরুল ইসলাম লেলিন ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশিদ-উন-নবী।
এছাড়াও মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমএস কবির জুয়েল, সহকারী অধ্যাপক ডা. রাশিদুল হক, সহকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পুরো অনুষ্ঠানটি ডক্টর টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।