বিএসএমএমইউয়ে মানসিক স্বাস্থ্য দিবসের র্যালি অনুষ্ঠিত
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার- প্রতিপাদ্যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। আজ ১০ অক্টোবর (মঙ্গলবার) সকালে দিবসটি পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় আঙিনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগ আয়োজিত র্যালিতে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, অধ্যাপক ডা. এম এম এ সালাহউদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা. মোহসিন আলী শাহ, অধ্যাপক ডা. সুলতানা আলগীন, সহকারী অধ্যাপক ডা. সিফাত-ই-সাঈদ সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও চিকিৎসক ও রেসিডেন্টরা অংশ নেন।
আগামী ১৪ অক্টোবর মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।