বিএসএমএমইউয়ে সর্বাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-২ চালু

ডক্টর টিভি রিপোর্ট
2023-10-09 17:01:15
বিএসএমএমইউয়ে সর্বাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-২ চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগে আধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-২ উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগে আধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-২ চালু করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের দ্বিতীয় তলায় ল্যাব উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

এ সময় তিনি বলেন, বিএসএমএমইউর বর্তমান প্রশাসন গবেষণার পাশাপাশি সব ধরনের  আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রযুক্তি সংযোজন করতে তৎপর রয়েছে। আমাদের মূল লক্ষ দেশের রোগী যাতে বিদেশে চিকিৎসার নামে বেশী অর্থ ব্যয় না করে। বিদেশে রোগী যাওয়া বন্ধ করার জন্য আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কিছু কিছু উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। দেশের অর্থ সাশ্রয় হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বিএসএমএমইউর হৃদরোগ বিভাগে ইন্টারভেনশন ডিভিশনে ক্যাথল্যাব চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার বিভিন্ন ধরনের ইন্টারভেনশনাল কেস সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালরে প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হারিসুল হক, হল প্রভোস্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহম্মেদ, হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখসহ বিভাগের বিভিন্ন স্তরে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: