সরকারি মেডিকেল কলেজে আরও ১ হাজার আসন বাড়ল

ডক্টর টিভি রিপোর্ট
2023-10-08 13:11:17
সরকারি মেডিকেল কলেজে আরও ১ হাজার আসন বাড়ল

মেডিকেল কলেজের ক্লাসরুম

সরকারি মেডিকেল কলেজে আরও ১ হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে আগামী বছর থেকে চিকিৎসা বিদ্যায় পড়ার স্বপ্ন পূরণ হবে আরও ১ হাজার শিক্ষার্থীর। তবে শিক্ষক সংকট সমাধান করে আসন বাড়ালে শিক্ষার মান বাড়তো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। 

বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। প্রতি বছর এমবিবিএস ভর্তির সুযোগ পান ৪ হাজার ৩শ’ ৫০ জন শিক্ষার্থী। সম্প্রতি সরকারি মেডিকেলে আরও ১ হাজার আসন বাড়ানোর প্রস্তাব করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এর অনুমোদনও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে সরকরি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন আরও ১ হাজার ৩১ শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অদিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া বলেন, এমবিবিএস শিক্ষার্থী যখন ভর্তি হয়, তখন রোগীকে দেখে শিক্ষাগ্রহনের দরকার হয়। তারসাথে যদি স্খাপনা থাকে এবং শিক্ষক থাকে, আমাদের বিশ্বাস যে, সরকারি পর্যায়ে তাড়াতাড়ি এটা পূরণ করতে পারবো। আসন সংখ্যা বাড়ালে যে উপকার হবে, সেটা হলো- আমাদের দেশেরই একজন সন্তান কম খরচে বেশি রোগী দেখে তারা এমবিবিএস পড়ালেখা করতে পারবে।

মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মেডিকেলে আসন বাড়বে কমপক্ষে ৮ থেকে ১০টি করে। সবচেয়ে বেশি আসন বাড়বে মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে। তবে অনেক মেডিকেল কলেজে চরম শিক্ষক সঙ্কট থাকা স্বত্ত্বেও আসন বাড়ছে।

তথ্য অনুযায়ী সরকারি মেডিকেলের চাইতে বেসরকারিতে আসন বেশি ২ হাজার। সরকারি মেডিকেলে আসন বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সেইসাথে অবিলম্বে শিক্ষক সঙ্কট দূর করার তাগিদ তাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব বলেন, চান্স পেলেই সকলে ভাল ডাক্তার বা চিকিৎসক হয়ে যাবে তা কিন্তু নয়। এখন অনেকেই এমডি/এমএস কমপ্লিট করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে তাদেরকে নিয়োগ দিয়ে শিক্ষক সঙ্কট দূর করার ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি।


আরও দেখুন: