ডা. মঈন উদ্দিন মাহমুদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

ইলিয়াস হোসেন
2023-10-05 10:56:55
ডা. মঈন উদ্দিন মাহমুদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ডা. মঈন উদ্দিন মাহমুদের সুচিকিৎসায় ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে

রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ডা. মঈন উদ্দিন মাহমুদের সুচিকিৎসায় ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বোর্ড মিটিংয়ে তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এরআগে, বুধবার রাতে মারাত্মক দগ্ধ ডা. মঈন উদ্দিন মাহমুদকে এয়ার এম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টায় ডক্টর টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন ডা. মঈন উদ্দিন মাহমুদের বন্ধু ও নোয়াখালী সদর হাসপাতালে কর্মরত ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. রায়হান-উল আরেফীন। 

তিনি জানান, ডা. মঈনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এরমধ্যে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক ও প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রায়হানা আউয়ালকে সভাপতি করে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডে আরও আছেন- শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নওয়াজেস খান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান প্রমূখ।    

উল্লেখ্য, বুধবার (৪ অক্টোবর) সকালে নিজ কর্মস্থলে যাওয়ার সময় প্রাইভেটকারের এসির বিস্ফোরণে মারাত্মক দগ্ধ হন চট্টগ্রামের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক ও সোসাইটি অফ সার্জনস চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মঈন উদ্দিন মাহমুদ। দুর্ঘটনার পর তাঁকে ভর্তি করা হয় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়।


আরও দেখুন: