সংবর্ধনা পেলেন অধ্যাপক ডা. মো. জাকির হোসেন
কার্ডিওভাসকুলার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা পেলেন রংপুরের হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন
কার্ডিওভাসকুলার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা পেলেন রংপুরের হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর আইপিডিআই ফাউন্ডেশন আয়োজিত আইপিডিআই প্রিভেন্টিভ কার্ডিকন-২০২৩ সেমিনারে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার আব্দুল মালেক।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বরেণ্য কার্ডিওলজিষ্ট, আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. মহসিন আহমেদসহ অনেকে।