বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের কর্মসূচী ঘোষণা রোববার
দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন ও মাসব্যাপি কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন ও মাসব্যাপি কর্মসূচী ঘোষণা করা হবে আগামীকাল রোববার (১ অক্টোবর) বেলা ১১টায়। এজন্য জাতীয় প্রেসক্লাবের দোতলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ ডেকেছে সংগঠনটি।
বিশ্বব্যাপী নারীদের মধ্যে শীর্ষস্থানে থাকা, নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় তেরো হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় আট হাজার। বাংলাদেশে সার্বিকভাবে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যান্সার স্ক্রিনিং এর কোন জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নাই।
সংবাদ সম্মেলনে স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা ও স্তন ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচি ঘোষণা করবে প্রায় ত্রিশটি জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য ও নারী সংগঠনের মোর্চা 'বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম'। ২০১৩ সালের ১ অক্টোবর সবাই মিলে একসাথে স্তন ক্যান্সার সচেতনতায় কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছিলো এই মোর্চা।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বারডেমের সাবেক পরিচালক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যবিষয়ক লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ও সার্জিকেল অনকোলজিস্ট অধ্যাপক সায়েফউদ্দিন আহমেদ সপু, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. হালিদা হানুম আক্তার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মশিউদ্দিন শাকের, বিশিষ্ট সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মোঃ হাসানুজ্জামান ও অন্যান্য ক্যান্সার বিশেষজ্ঞ ও ফোরামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।