ময়মনসিংহ মেডিকেলের নিউরোলজি বিভাগে বুটক্স ক্লিনিক চালু

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-27 19:53:04
ময়মনসিংহ মেডিকেলের নিউরোলজি বিভাগে বুটক্স ক্লিনিক চালু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বহিঃবিভাগে বুটক্স ক্লিনিক চালু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বহিঃবিভাগে বুটক্স ক্লিনিক চালু করা হয়েছে। ফলে আরেকটি আধুনিক চিকিৎসার দ্বার উন্মোচিত হলো নিউরোলজি বিভাগে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বুটক্স ক্লিনিক উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য। এ সময় অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন।  

নিউরোলজি বিভাগ সূত্র জানিয়েছেন, চারপাশে অনিয়ন্ত্রিত নড়াচড়ার রোগী দেখেছেন নিশ্চয়ই। কারোবা হাত, কারোবা পা, কিংবা ঘাড় বা মুখের একাংশ, চোখের পাতা অনিয়ন্ত্রিতভাবে লাফালাফি বা নড়াচড়া করে! কারো কারো লিখতে গেলেই হাত অসাড় হয়ে যায়। এজন্য সামাজিক ট্রলের স্বীকার হন কেউ কেউ। অনেকে ভাবেন এসব ভূত-প্রেতের খেলা। চলে নানান অপচিকিৎসা। এইসব মুভমেন্ট ডিজ-অর্ডারের আধুনিক চিকিৎসা বুটক্স ইঞ্জেকশন।


আরও দেখুন: