ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৭
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স
ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১) দিবাগত রাত আড়াইটার দিকে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক সড়কের শহরে যুব উন্নয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই একই পরিবার ও নিকট আত্মীয় স্বজন।
তারা হলেন- মো. মাসুদ মৃধা (২১) ,জামাল হোসেন (৩৫), নিজাম মৃধা (২৮), রাসেল বেপারী (২৬), রোজিনা আক্তার (২৩), আছমা বেগম (২৬), হালিমা বেগম (৩৫)।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, মঠবাড়িয়া থেকে রোগী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স। ঝালকাঠি শহরের যুব উন্নয়ন এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে একটি গাছে উঠে যায়। ঘটনার পরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন সাতজন।
ওসি আরও জানান, ঘটনার সময় পুলিশের একটি টহল দল আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জেলা পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় ওসি নাসির উদ্দিন সরকার।