চট্টগ্রাম মেডিকেলে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-21 13:03:37
চট্টগ্রাম মেডিকেলে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সর্প দংশন জনিত মৃত্যু, পঙ্গুত্ব, শারিরীক বিকৃতির হার কমানোর লক্ষ্যে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি কর্মসূচীর উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এদিন চমেক অডিটরিয়ামে সকাল ৯টায় সর্পদংশন বিষয়ে সচেতনতা ও এর চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন ডা. আব্দুল্লাহ আবু সাঈদ ও অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

এছাড়া মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সাত্তার, মেডিসিন বিভাগের সহাকরী অধ্যাপক ডা. রবিউল আলম মো. ইরফান উদ্দিন, কার্ডিয়াক সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক নাজমুল হোসেন, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুমন মুৎসুদ্দি, কমিউনিটি মেডিসিন বিভাগের ডা. মুকেশ কুমার দত্তসহ অন্যান্য শিক্ষক ও চট্টগ্রাম মেডিকেলের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন।  

পরে সর্প ও সর্প দংশন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


আরও দেখুন: