ঢামেকের নিউরোসার্জারী বিভাগে প্রশিক্ষণ নিচ্ছেন তিন বিদেশী চিকিৎসক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন ৩ জন বিদেশী চিকিৎসক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন ৩ জন বিদেশী চিকিৎসক। নিজ ফেসবুক টাইম এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম।
ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ থেকে প্রশিক্ষণরত তিন বিদেশী চিকিৎসকের একজন বাংলাদেশী আমেরিকান। তিনি ইউএসএ’র ভার্জিনিয়ার একটি চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসেবে। আরেকজন যুক্তরাজ্যের লন্ডনের একটি প্রখ্যাত ইউনিভার্সিটি থেকে পাস করা নবীন চিকিৎসক। প্রশিক্ষণরত তৃতীয় চিকিৎসক ভারতের নিজামস ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তারা সবাই ঢামেক হাসপাতালের প্রশিক্ষণ ও সুপারভিশনে খুব খুশি বলে উল্লেখ করেছেন অধ্যাপক ডা. শফিকুল ইসলাম।
এ কাজে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ শফিকুল আলম চৌধুরী এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের আন্তরিক সমর্থন রয়েছেন বলে জানান তিনি।
ভবিষ্যতে আমাদের দেশে ভীনদেশ থেকে রোগীরাও চিকিৎসা নিতে আসবেন বলে প্রত্যাশা করেন ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম।