স্বাস্থ্য বিভাগের অভিযানে রামুতে ডেন্টাল ক্লিনিক সিলগালা
রামুতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান
রামুতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ১ টি ডেন্টাল ক্লিনিক সিলগালা ও ২ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। মূল্য তালিকা না থাকায় আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার নেতৃত্বে চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন, অভিযানে রামু বাইপাসস্থ মদিনা ডেন্টাল কেয়ারের অনভিজ্ঞ ব্যক্তিকর্তৃক রোগীদের দন্ত চিকিৎসা প্রদানকালে হাতেনাতে আটক আবদুল কাদের ও রাসেল নামের ২ যুবককে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় চৌমুহনী স্টেশনের হেলথ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, বেসরকারি প্যাথলজি সেন্টারগুলোতে সিবিসি’র জন্য ৪০০ টাকা, ডেঙ্গু এনএসএন ওয়ান ৩০০ টাকা, এজিজি এবং আইজিএম এ দুটো পরীক্ষার জন্য ৩০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা এবং অন্যান্য চিকিৎসাসেবা সঠিকভাবে চলছে কিনা তা জানার জন্য ৭টি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ দিকে ইউএনও আরও জানান, বর্তমানে ডেঙ্গু ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু চিকিৎসা ও পরীক্ষা করতে এসে যদি কেউ হয়রানি হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি অতিরিক্ত আদায় করলেও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি জনসাধারণকে সরকারি এবং সরকার অনুমোদিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা ও প্যাথলজি পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।
এছাড়াও চৌমুহনী স্টেশনস্থ আরও একাধিক ডায়াগনষ্টিক সেন্টার ও দন্ত চিকিৎসালয়ে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নির্দেশ দেয়া হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সেবার মান বাড়াতে তাগিদ দেয়া হয়।
অভিযানে রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।